মঙ্গলবার, ৬ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

মগবাজারে অগ্নিকান্ডে একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশঃ

রাজধানীর মগবাজার এলাকায় একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৩ জন প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মগবাজারের দিলু রোডে ৪৫/এ নম্বর বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে সুমাইয়া (৩০) ও তার দুই সন্তান মাহাদী (৯) এবং মাহমুদুল হাসান (৯ মাস) মারা গেছে। এ ঘটনায় শহিদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস(৩৮) দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

নিহত সুমাইয়ার স্বামী মনির হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ঘুম ভেঙেই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পান তিনি। তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না বলে জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শহিদুলের শরীরের ৪৩ শতাংশ এবং তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে‌। ধোঁয়ায় অসুস্থ তিনজন জরুরি বিভাগে চিকিৎসাধীন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ