সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মহানগর সার্বজনীন পূজা কমিটির নতুন সভাপতি জয়ন্ত, সাধারণ সম্পাদক ড. তাপস

প্রকাশঃ

জয়ন্ত কুমার দেবকে সভাপতি ও ড. তাপস চন্দ্র পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মহানগর সার্বজনীন পূজা কমিটির নতুন পর্ষদ ঘোষণা করা হয়েছে। ১০ মে, ২০২৪ ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে পরবর্তী দুই বছরের জন্য নতুন এই কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট সমাজ সেবক জয়ন্ত কুমার দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল মার্কেন্টাইল ব্যাংকের সিএফও। তিনি ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক।

আজ শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোঃ সোলায়মান সেলিম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ