মঙ্গলবার, ১৪ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মাদারীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

প্রকাশঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপারা ও ভাঙ্গাব্রিজের মাঝামাঝি স্থানের ইসাবেলা তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সোহান হাওলাদার ওরফে নিঠুর (১৮)। তবে তার বাড়ি কোথায় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপারা ও ভাঙ্গাব্রিজের মাঝামাঝি স্থানের ইসাবেলা তেলের পাম্পের সামনে বরিশালগামী একটি পণ্যবাহী ট্রাক বিপরীতমুখি একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেলচালক সোহান হাওলাদার নিঠুর ঘটনাস্থলেই নিহত এবং মারাত্মকভাবে আহত হন আরও দুজন।

গুরুতর আহত দুজনকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে জরুরিভাবে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্ঘটনা কবলিত স্থানে যাতে করে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় তারও ব্যবস্থা করেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ