রবিবার, ২৬শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মার্কেন্টাইল ব্যাংকে শরীয়াহভিত্তিক ব্যাংকিং ও অর্থায়ন নিয়ে প্রশিক্ষণ

প্রকাশঃ

মার্কেন্টাইল ব্যাংকে ‘ফান্ডামেন্টালস অব শরীয়াহ বেজড ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স’ শীর্ষক তিনদিনব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিভিন্ন শাখার ৯৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিবিও হাসনে আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি ইসলামিক ব্যাংকিং সংক্রান্ত আইন ও বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা দেন।

মার্কেন্টাইল ব্যাংক শরীয়াহ সুপারভাইজরী কমিটির সদস্য এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ মোঃ ওয়ালীউল্লাহ একটি সেশন পরিচালনা করেন। ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মিজানুর রহমান সরকার এবং ওই ডিভিশনের অন্যান্য কর্মকর্তাগণও সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ