রবিবার, ৫ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মার্কেন্টাইল ব্যাংকের AML সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

প্রকাশঃ

মার্কেন্টাইল ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং কনফারেন্স-২০২৪ আজ শনিবার (৩০ নভেম্বর ২০২৪) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ১৫২টি শাখার মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং বিভিন্ন শাখাপ্রধান ও প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজম্যান্ট টিম ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ এর প্রধান (চলতি দায়িত্বে) এ. কে. এম. এহসান প্রধান অতিথি এবং পরিচালক মোঃ মোস্তাকুর রহমান বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ এবং রিসোর্স পারসন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ রায়হানুল ইসলাম ও যুগ্ম পরিচালক মোঃ মাহবুবুর রহমান।

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসেন, আদিল রায়হান ও অসিম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডিক্যামেলকো এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান লোপিতা মান্নানসহ উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ