বৃহৎ পরিসরে আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘স্টীল মিল উপশাখা’ স্থানান্তরিত হয়ে নতুন ঠিকানায় আজ ২২ মে বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় হতে ভার্চুয়ালী যুক্ত হয়ে নতুন ঠিকানায় স্টীল মিল উপশাখার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, শামীম আহম্মদ ও অসিম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপিবৃন্দ শাহ্ মোঃ সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মোঃ আব্দুল হালিম; ইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের জোনাল হেড মেজবাহ উদ্দিন আহমেদ এবং এফভিপি অ্যান্ড হেড অব অফশোর ব্যাংকিং ও ব্রাঞ্চেস ডিভিশন মোঃ ফারুক হোসেন প্রমুখ।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মোহাম্মদ আলী ও আব্দুর রহমান; ভিপি ও চট্টগ্রাম ইপিজেড শাখার প্রধান অনুপম কুমার পাল, উপশাখা ইনচার্জ সামিউল করিম, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এসময় শাখায় উপস্থিত ছিলেন। ‘স্টীল মিল উপশাখা’র নতুন ঠিকানা- আলী বিল্ডিং, হোল্ডিং নং-৩১৬৪/৫৩৬২, নারিকেল তলা, ওয়ার্ড নং-৩৯, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, থানা-চট্টগ্রাম ইপিজেড, জেলা-চট্টগ্রাম।