সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মালয়েশিয়ায় ৪৮ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক

প্রকাশঃ

মালয়েশিয়ায় একটি সিরামিক কারখানায় অভিযান চালিয়ে ৪৮ অবৈধ বাংলাদেশি অভিবাসী সহ ৫৫ অভিবাসী কে আটক করেছে।  মঙ্গলবার (২৪ আগস্ট) নিলায় শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের করোনা পরীক্ষার পর স্থানীয় ডিটেনশন সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

দেশটির অভিবাসন বিভাগ জানায়, সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের নিলাই শিল্পাঞ্চলের একটি সিরামিক কারখানায় চালানো এই অভিযানে আটক ৫৫ বিদেশি নাগরিকের মধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ৭ জন নেপালের নাগরিক রয়েছেন। আটককৃতদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। একই কারখানায় বাংলাদেশ ও নেপালের ২৪১ অভিবাসী কাজ করেছিলেন।

প্রাথমিকভাবে ২৪১ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৫৫ জনকে আটক করা হয়। মালয়েশিয়া সরকারের ‘রিক্যালিব্রেশন প্লান’ সাধারণ ক্ষমা ঘোষণার এতদিন পার হয়ে গেলেও আটককৃতরা কেউই তাতে নিবন্ধন করেননি বলেও অভিযোগ করা হয়।

মালয়েশিয়ায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী অভিযানে নেমেছে ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্তত ২১টি সংস্থা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ