বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) উদ্বোধন করলো “সোশ্যাল মিডিয়া ব্যাংকিং”

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি, সেরা ডিজিটাইজড্ ব্যাংকগুলোর মধ্যে অন্যতম সেরা হওয়ার প্রত্যাশায়, আর একটি নতুন ব্যাংকিং চ্যানেল “সোশ্যাল মিডিয়া ব্যাংকিং”-এর উদ্বোধন করলো। ব্যাংকের চলমান ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে সদ্য আগত এই চ্যানেলের মাধ্যমে এমটিবি’র গ্রাহকরা ফেসবুক মেসেঞ্জার, হোয়াটস্অ্যাপ ও ভাইভারের ব্যবহার করে এখন আরো সহজে গ্রাহকসেবা গ্রহণ করতে পারবেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় এই নতুন ব্যাংকিং চ্যানেল “সোশ্যাল মিডিয়া ব্যাংকিং”-এর উদ্বোধন ঘোষণা দেন।

এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন, চীফ ইনফরমেশন ও ডিজিটাল অফিসার, শ্যামল বরণ দাস, হেড অব ডিজিটাল লেন্ডিং ও ইনোভেশন্স, খালিদ হোসেন এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ