বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মির্জাপুরে কৃষকের ক্ষেত থেকে এক্সাভেটর দিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণ!

প্রকাশঃ

জুনাইদ আল হাবিব: টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদের ভয়ভীতি দেখিয়ে ক্ষেত থেকে মাটি নিয়ে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ভাওড়া ইউনিয়নের সরকারপাড়া-নয়াপাড়া পর্যন্ত ১২’শ ২০ মিটার নির্মাণাধীন রাস্তায় এমন অনিয়মের তীর যাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। এলজিইডির নির্মাণাধীন এ প্রকল্পটির মোট বরাদ্দ ২ কোটি  ৫১ লাখ ৬০ হাজার ৯৭৯ টাকা। অভিযোগ উঠেছে,  ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালী মহল এবং কিছু অসাধু মানুষের যোগসাজশে নিরীহ কৃষকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক তাদের কৃষিজমি হতে আর্থ এক্সকাভেটর দিয়ে মাটি কেটে নিয়ে রাস্তা নির্মাণ করার।

এলাকার কিছু মানুষ গরীব কৃষকদের পক্ষ নেওয়ার চেষ্টা করলে তাদেরকে চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশি হয়রানির ভয় দেখানো হচ্ছেও বলে অভিযোগ সাধারণ মানুষের। এতে নিরীহ কৃষকরা চরম আতঙ্কে রয়েছেন বলে জানান তারা।

ভাওড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রকৌশলী মো. জুয়েল ইসলাম বলেন, যে মাটি ঠিকাদার নিজের দেয়ার কথা, সে মাটি কৃষকদের ক্ষেত থেকে কাটা অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়। এমন অযোগ্য ও দুর্নীতিবাজ ঠিকাদার দিয়ে রাস্তাটি নির্মাণের কারণে বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছিনা। এমন খবর পেয়ে আমি কিছু কৃষক নিয়ে ৮জুনে প্রতিবাদ করে ভেকুর চাবি নিয়ে আসি। পরেরদিন ৯জুন সকালে আমাদের ভাওড়া ইউনিয়নের চেয়ারম্যান ফোন দিয়ে আমাকে ভেকুর চাবি ইউনিয়ন পরিষদে জমা দিয়ে আসতে বলে এবং তার কখামতো আমি তাই করি। কিন্তু আমি চাবি জমা দেয়ার কিছুক্ষন পরেই চেয়ারম্যান গোপনে সেই চাবি আবার ভেকুর ড্রাইভারকে দিয়ে দেয়। ৯জুন থেকে পুনরায় অবৈধভাবে মাটি কাটা শুরু করে এবং ১২জুন পর্যন্ত কাজ চলে। পরবর্তীতে ১২জুন তারিখে এসিল্যান্ড পুনরায় কাজ বন্ধ করে দেয়। কিন্তু রহস্যজনকভাবে এখন আবার কাজ চলছে এবং প্রতিবাদ করায় আমার জমি অন্যদের তুলনায় দ্বিগুন গর্ত করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমরা এলাকার মানুষ দ্রুতই সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বিষয়টি নিয়ে বলতে সংশ্লিষ্ট ঠিকাদার শাহিন আলমের মুঠোফোনে একাধিকবার কল করেও কোন সংযোগ মিলেনি।

আর প্রকল্পটির উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, শহরের রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ এক রকম আর গ্রামের রাস্তার জন্য এক রকম। তাই ঠিকাদার রাস্তা নির্মাণে এমন করেছেন।

এ কর্মকর্তার এমন বক্তব্য উড়িয়ে দিয়ে ভাওড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রকৌশলী মো. জুয়েল ইসলাম বলেন, এসব মিথ্যে কথা। এমন কোন নিয়ম নেই। মোট কথা এলাকার কিছু প্রভাবশালী আছে, যারা ভাগ-বাটোয়ারা করে প্রকল্পের অর্থ লুট করে কৃষকদের বুকে লাথি মারছেন।

তবে এমন ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, বিষয় আমার মাথায় আছে। আমি এসিল্যান্ডকে বলেছি। দ্রুত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

50% Discount EXIN ITIL Preparation Materials

This is enough. Is there anything more important than knowing each other EXIN ITIL Preparation Materials What s more, my nephew didn t believe what he said. Lu drunk, drunk the wine like water, and spit out the internal organs. After a week, when he got off work one afternoon, he seemed to carelessly ask me Miss EXIN ITIL Preparation Materials Lin, have you seen the sea after you came to Hainan I will take you to the sea this Saturday I said I went. This time, he grabbed her hand ITIL V3 Foundation tightly. But work is work, private feelings are private, ITIL Preparation Materials I don t want to take the privacy of others to do the http://www.passexamcert.com trick, win the battle. Brother You are Exin Certification ITIL too mean. Chu Bo s hair is darker than you.

I am negotiating with the relevant departments. My days are okay At the time, ITIL V3 Foundation the Exin Certification ITIL eyes of all the visitors were bright, and some people screamed out, Hey, Shang Geely has such a beautiful girl The banquet began to drink three ITIL Preparation Materials cups, EXIN ITIL Preparation Materials and EXIN ITIL Preparation Materials Ning Yu began to represent EXIN ITIL Preparation Materials the employees in the factory to the guests.

Chen finally said Johnson s spondylitis.I still do not understand, do not know what it means. In fact, not only saw a small shadow, but she is deliberately find an excuse to escape. He then a touch of phrase You all go out.Brigade members are startled.Go out.He said lightly, I EXIN ITIL Preparation Materials ll be alone with him. When we looked at that year, we laughed, and grassroots cadres in the armed forces wanted to look like this. But I do not have time to thank him because I still have not done ITIL V3 Foundation anything.I rushed to the cat head unit My heart is hate A cat hurried to stop me from the kicker is a EXIN ITIL Preparation Materials volley kick, he was kicked in the air in the EXIN ITIL Preparation Materials air after a roll heavy weight fell to the ground The second cat came up hammer me, I bow flashing his fist, and then a heavy shot hit on his stomach only heard a scream EXIN ITIL Preparation Materials I continue to rush to the brigade. No matter how many she ran straight from the Broken Engineer Brigade under construction among us, running barefoot, none of Exin Certification ITIL Preparation Materials her brothers worked, surprised Exin Certification ITIL to see her run cadres were still there, but cadres were ITIL Preparation Materials also look She runs and runs in a blue baseball cap Nearly nearer and nearer.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ