রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক নিয়ে এলো চারটি নতুন রিটেইল ডিপোজিট প্রডাক্ট

প্রকাশঃ

রিটেইল খাতের গ্রাহকদের চাহিদা আর প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এবার মেঘনা ব্যাংক নিয়ে এলো চারটি নতুন ডিপোজিট প্রডাক্ট- ফাস্ট রেমিট, ফিফটি প্লাস, ইয়ংস্টার ও ইয়ংস্টার প্লাস। চার’টি সঞ্চয়ী আমানতের প্রতিটিতেই রয়েছে আকর্ষনীয় ইন্টারেস্ট রেট আর নানান সুযোগ-সুবিধা।

ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এই আমানত পণ্য চারটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি বলেন,”আমরা গ্রাহকদের সুনির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরির গ্রাহকদের জন্য আমানত পণ্যের একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছি এবং এই চারটি পণ্য তারই ধারাবাহিকতা। আশা করছি এসব পণ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের দেশীয় সুবিধাভোগী বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং প্রবীণ নাগরিকদের ব্যাংকিং চাহিদার সর্বোচ্চ সেবা দিতে সক্ষম হবো ”

অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ