সম্প্রতি বিশিষ্ট শিল্পপতি জনাব মো: মাহমুদুল আলম মেঘনা ব্যাংক পিএলসির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জনাব মো: মাহমুদুল আলম দেশের তৈরী পোশাক খাতের একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে গত ২৮ বছর ধরে সাফল্য আর সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। আশা করা যাচ্ছে মেঘনা ব্যাংক, তাঁকে ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক তত্ত্বাবধানের যে দায়িত্ব দিয়েছে তা তিনি নিজের মেধা, দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে মেঘনা ব্যাংককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবেন।
প্রসঙ্গত: জনাব আলম দেশের তৈরী পোশাকখাতে গুরুত্বপূর্ন অবদানকারী প্রতিষ্ঠান লাবিব গ্রুপের সাথে রয়েছেন। বর্তমানে তিনি লাবিব ডাইং মিলস লিমিটেড এবং আলমগীর রাঞ্চ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, জনাব মাহমুদুল আলম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম, দাতব্য সংস্থা পরিচালনা এবং সমাজসেবামূলক উদ্যোগের সাথেও জড়িত রয়েছেন।