রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে ৪৯ লাখ টাকার জাল নোটসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দাদের একটি দল রবিবার (১৮ অক্টোবর) দুপুরে নুরজাহান রোডের এক বাড়ির দোতালার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- হুমায়ুন কবীর, জামাল হোসেন, শাহনাজ বেগম ও সুমি আকতার।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান জানান, গ্রেফতারদের কাছ থেকে এক হাজার এবং পাঁচশ টাকার জাল নোট, প্রায় ৫ কোটি টাকা তৈরি করার মত সরঞ্জাম, কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়েছে।
তিনি বলেন, ‘হুমায়ুন কবীর এ চক্রের হোতা। ২০০২ সাল থেকে সে এ কারবার চালিয়ে আসছে। অন্তত আটবার তাকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ প্রায় ছয় মাস আগে জামিনে বেরিয়ে এসে আবারও নোট জালিয়াতি শুরু করেছে।’
আর জামাল পেশায় একজন রঙমিস্ত্রি। প্রতি লাখ জাল টাকা তিনি ১০ থেকে ১২ হাজার টাকায় কিনে নিয়ে ‘খোলা বাজারে কেনাবেচা’ করতেন বলে গোয়েন্দা পুলিশের ভাষ্য।
মশিউর বলেন, ‘সাভার, মানিকগঞ্জ, কাপাসিয়াসহ বিভিন্ন গ্রামাঞ্চলে সে এই জাল নোট দিয়ে সাধারণ জিনিসপত্র কেনাকাটা করত। বিশেষ করে ছোট ছোট দোকানে এসব জাল টাকা সে ব্যবহার করত।’
গেফতপ্তার শাহনাজের স্বামী সাইফুল প্রায় ছয় মাস আগে একই অভিযোগে গ্রেফতার হন। সুমি আকতার মাসিক বেতনে ওই বাসায় কাজ করতেন এবং জালিয়াতির কাজে ‘সহযোগিতা’ করতেন বলে জানান উপ-কমিশনার মশিউর।
সোমবার তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মশিউর।