বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

যমুনা ব্যাংক লিমিটেড-এর নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম

প্রকাশঃ

যমুনা ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নিত পেয়েছেন মো. আব্দুস সালাম। ব্যাংটির উপ-ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে তিনি নতুন পদে সম্প্রতি যোগদান করেছেন। ৩৩ বছর ধরে ব্যাংকিং পেশায় নিয়োজিত মো. আব্দুস সালাম ২০১০ সালে যমুনা ব্যাংক লিমিটেডে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট পদে যোগদান করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর ১৯৮৯ সালের মে মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন মো. আব্দুস সালাম। এছাড়া ২০০০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ব্যাংকিং এর ওপর এমফিল ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ২০০৭ সালে অষ্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি র্অজন করেন। বিগত ৩৩ বছর ধরে মো. আব্দুস সালাম বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজমেন্ট পদে অত্যন্ত দক্ষতার সাথে ম্যানেজমেন্ট ও কর্পোরেট ব্যাংকিংয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সিনিয়র পদে দায়িত্ব পালন করেছেন।

২০১০ সালে তিনি যমুনা ব্যাংক লিমিটেডে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট পদে যোগদানের পর ২০১৭ সালে তিনি যমুনা ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। ব্যাংক ম্যানেজমেন্ট, শাখা ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, ঋণ এবং ব্যাংকিং এর মূল ক্ষেত্রের ওপর দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি ব্যাংকিং অপারেশনস ও পরিচালন বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে। যমুনা ব্যাংকে দায়িত্ব গ্রহনের পর ব্যাংকটির সুনাম ও মুনাফা অর্জনের ক্ষেত্রে সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্ব পালন করেছেন। মোঃ আব্দুস সালাম ব্যাংটির উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থাকাকালীন সময়ে গত কয়েক বছর মহাখালী শাখা রেকর্ড মুনাফা অর্জন করেছে। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিষ্ট্রেশন (আইবিএ) বোর্ড অব গভর্নরসের সদস্য এবং তিনি দেশের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কার-মাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সহ-সভাপতি হিসিবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বাংলাদেশ এমবিএ সমিতির সদস্য। পেশাগত দায়িত্ব পালন কালে তিনি বিশ্বের ১২ টি দেশে সফর করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং একজন পুত্র ও একজন কন্যা সন্তানের জনক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ