মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের পুরো ডোজ নিলে মাস্ক ছাড়াই চলা যাবে

প্রকাশঃ

যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিনের পুরো ডোজ নিলে ঘরের বাইরে মাস্ক না পরলেও চলবে বলে জানিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। খবর বিবিসির।

সিডিসির নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ নেওয়া ব্যক্তিরা মাস্ক ছাড়া চলাফেরা করতে পারবেন। অল্পকিছু লোকজনের সমাগমের সবাই যদি টিকাপ্রাপ্ত হয়, তারা মাস্কবিহীন থাকতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে বড় ধরনের জমায়েত হলে সেখানে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

প্রায় ৩৩ কোটি জনসংখ্যার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাড়ে ৯ কোটির বেশি মানুষ করোনা ভ্যাকসিনের পুরো ডোজ নিয়ে ফেলেছেন।

সিডিসির মঙ্গলবারের নির্দেশনাকে ‘অসাধারণ অগ্রগতি’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘ভাইরাস অন্যদের মধ্যে ছড়ানোর মাত্রা ব্যাপকভাবে কমে এসেছে। আমাদের বিজ্ঞানীরা এ তথ্যে আস্থা রেখেছেন। কথা একদম পরিষ্কার, টিকাপ্রাপ্ত হলে আপনি অনেক কিছু করতে পারবেন। ভ্যাকসিন আপনার এবং আপনার নিকটজনের জীবন বাঁচাতে টিকা অনেক জরুরি।’

সিডিসির পরিচালক ড. রচেল্লে ওয়ালেনস্কি বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি আকারের জনসমাগমের ক্ষেত্রে টিকাপ্রাপ্ত লোকজন মাস্ক ছাড়াই ঘরের বাইরে নিরাপদে শরীরচর্চা বা খাবার খেতে যাওয়াসহ অন্যান্য কাজে অবাধে চলাচল করতে পারবেন।

এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৫৩ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৩৮৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৮৫৫ জন। বর্তমানে দেশটিতে চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা ৬৮ লাখ ১৭ হাজার ৭৮৪ জন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ