বুধবার, ৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রপ্তানিমুখী শিল্প খাতে প্রাক-অর্থায়ন তহবিলের ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সাথে স্ট্যান্ডার্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১০,০০০ (দশ হাজার) কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় বিনিয়োগ বিতরণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই তহবিলের আওতায় রপ্তানিকারকরা স্থানীয় মুদ্রায় কাঁচামাল ক্রয় বা আমদানির বিপরীতে ১৮০ দিন মেয়াদে ৪ শতাংশ হারে ঋণ নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তৌহিদুল আলম খান, এফসিএমএ এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মিস মাকসুদা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আবু ফারাহ মোঃ নাসের এবং নির্বাহী পরিচালক এমএস নুরুন নাহার।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ