বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রপ্তানীমুখী পোশাক শিল্পের ‘ডিজিটাল ক্রয়’ – মেঘনা ব্যাংক ও থ্রেডওয়েল এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

প্রকাশঃ

তৈরী পোষাক কারখানার কাঁচামাল ক্রয়-বিক্রয়ের ক্লাউড ভিত্তিক প্রতিষ্ঠান থ্রেডওয়েল, সম্প্রতি মেঘনা ব্যাংকের সাথে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে কোন ব্যাংকের সংযুক্তি হিসেবে মেঘনা ব্যাংকই প্রথম। এ অংশীদারিত্ব দেশের পোশাক শিল্পের ডিজিটাল ট্রান্সফরমেশন এর সাথে- এ শিল্প সংশ্লিষ্ট সরবরাহকারী এবং ক্রেতাদের জন্য আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। থ্রেডওয়েল নেটওয়ার্কে সংযুক্ত সকল সরবরাহকারী এবং ক্রেতা প্রান্তিক গোপনীয়তায় পণ্যের কাঙ্খিত মান এবং মূল্য নির্ধারণ করে ক্রয় বিক্রয় করতে পারবে, যেখানে ব্যাংকিং সহযোগী হিসেবে মেঘনা ব্যাংক এ প্ল্যাটফর্মের সকল সদস্যদের নিয়মিত ব্যাংকিং সেবা প্রদান করবে। এ অংশীদারিত্ব থ্রেডওয়েল নেটওয়ার্কের এক নতুন মাত্রা, বিশেষ করে, প্ল্যাটফর্মে সম্পৃক্ত সকলের অর্থ ব্যবস্থাপনায় ব্যাংকের সেবা কার্যক্রম পুরো সিস্টেমকে আরো গতিশীল করবে। এ ক্ষেত্রে মেঘনা ব্যাংকের বিশেষ সেবা, থ্রেডওয়েলে’র ক্রমবর্ধমান গ্রাহকদের নিয়মিত লেনদেন সহ ডিজিটাল ক্রয়-বিক্রয়ের ইকোসিস্টেম- এ নতুন মাত্রা যোগ করবে।

এছাড়াও নেটওয়ার্কটিতে সংযুক্ত সকল সরবরাহকারী ও ক্রেতাদের সুবিধার্থে মেঘনা ব্যাংকে একটি বিশেষায়িত ডেস্ক থাকবে, যা সার্বক্ষণিকভাবে এ কার্যক্রমের গতিশীলতা নিশ্চিত সহ, পোশাক শিল্প সংশ্লিষ্ট সকল পক্ষের ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। এ বিশেষায়িত সেবা থ্রেডওয়েল গ্রাহকদের জন্য এক বাড়তি সংযোজন। মেঘনা ব্যাংক গ্রাহকদের জন্য থ্রেডওয়েল সদস্য ফি-তেও থাকবে বিশেষ ছাড়।
প্রতিষ্ঠানটির সহ- প্রতিষ্ঠাতা জনাব মাহমুদুল কবির এবং জনাব তরিকুল ইসলাম বলেন, থ্রেডওয়েল নেটওয়ার্কে প্রথম ব্যাংক হিসেবে মেঘনা ব্যাংকের বিশেষায়িত সেবা সংযুক্তি, আমাদের জন্য সত্যিই আনন্দের। মেঘনা ব্যাংকের নগদ ব্যবস্থাপনা, উদ্ভাবনী চিন্তা আমাদের কোম্পানি দর্শনের সম্পূরক, বিশেষ করে পোশাক শিল্প সংক্রান্ত ক্রয়-বিক্রয় এবং এখাতে ডিজিটালাইজেশন, যা পুরো সেক্টরে নতুন যুগের সূচনা করবে। ব্যাংক এবং আমরা একসাথে কাজ করে এ সেক্টরের বিকাশ ত্বরান্বিত করবো বলে আশা করছি।

অনুষ্ঠানে উপস্থিত মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কিমিয়া সাদাত বলেন, “থ্রেডওয়েল নেটওয়ার্কে সংযুক্ত প্রথম ব্যাংক হিসেবে, রপ্তানি সহায়ক অভিনব এ কার্যক্রমে সংযুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমাদের নগদ ব্যবস্থাপনা সেবা এবং এ গ্রাহকদের জন্য বিশেষায়িত ডেস্ক, এ সম্পৃক্ত সামগ্রিক কার্যক্রমকে ত্বরান্বিত ও গ্রাহকবান্ধব করবে। এ অংশীদারিত্ব থ্রেডওয়েল সহ পুরো পোষাক শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। ”

থ্রেডওয়েল একটি ক্লাউড-ভিত্তিক ক্রয়-বিক্রয়ের স্থান যা বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন দিক বিবেচনায় পরিকল্পিতভাবে তৈরী। এটি সরবরাহকারী এবং ক্রেতাদের মধ্যে দ্রুত ও কার্যকরী যোগাযোগ স্থাপন করে, ক্রয় বিক্রয়ের পুরো প্রক্রিয়াকে সহজ ও ত্বরান্বিত করবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ