বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রাজবাড়ীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৬৯তম শাখার শুভ উদ্বোধন

প্রকাশঃ

রাজবাড়ী সদরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬৯তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১১ জুলাই, বৃহস্পতিবার ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের খুলনা জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মনজুর হাসান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, কনক গ্রুপের পরিচালক ও ভবন মালিক মোঃ রুহুল পারভেজ, রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আরবান আলী।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও মুহাম্মদ নাদিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ এবং রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব পিআর জালাল আহমেদ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম ভাজনচালা দাওরায়ে হাদীস মাদরাসার মুহাদ্দেস হাফেজ মাওলানা মানছুর ইলাহী। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মোঃ ইমরান হোসাইন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

High Pass Rate Microsoft 98-368 Demo Download

She is 98-368 Demo Download only eleven years old. The woman said sadly, She is every After going out to school, I MTA 98-368 will stand Mobility and Devices Fundamentals up and call my father and mother. We drove the car to their side and stopped, the traffic lights turned green, and http://www.passexamcert.com the angry horn rang for Microsoft 98-368 Demo Download a moment My Microsoft 98-368 Demo Download father Microsoft 98-368 Demo Download came to this small town at noon.

The two men looked for it while eating, did not see 98-368 Demo Download Mingyu in this restaurant, they did not want to see Mingyu. Maybe I have MTA 98-368 to manage my feelings for the business. Our friend, Big Banyan, is 21 years old or one meter five o s head then everyone doesn t call him a big banyan tree the name has changed, and he started calling him a short legged tiger, so he and Mobility and Devices Fundamentals his fiancee Microsoft 98-368 Demo Download On the day of the meeting, the other party appeared in his future old man. Moreover, he only temporarily entrusted his Microsoft 98-368 Demo Download father to Ming, and he was even more afraid to entrust it. Choosing the best, the two pick one to come to a double insurance. When she started the car, she rushed to the fastest Microsoft 98-368 Demo Download speed.

From this perspective, Wang Xijia s cousin may be really untimely. The contraceptive ring was worn not only on his daughter but 98-368 Demo Download also on the head of everyone in our village. It s really a day in the sky, and it s the same day. There was a sweaty Microsoft 98-368 Demo Download cart with a buttocks on it, and 98-368 Demo Download we were facing us Mobility and Devices Fundamentals and the evening wind. Although Shi Tiandong was cold hearted from Mingyu, he still MTA 98-368 wanted to know what kind of work was written on Mingyu s Microsoft 98-368 Demo Download business card. He suddenly said Su Microsoft 98-368 Demo Download Mingyu, many people in the company are afraid of you, you are too strong and too calm, absolutely not close to human feelings.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ