সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রাজের সঙ্গে সিনেমা করছি না, এটাই চূড়ান্ত: মিম

প্রকাশঃ

রাজের সঙ্গে সিনেমা করা নিয়ে সংশয় প্রকাশ করেছে মিম। বিদ্যা সিনহা মিম ও রাজ জুটির সুপারহিট সিনেমা পরাণ। এই সিনেমাটি শুধু চলতি বছরের নয়, গত কয়েক বছরের মধ্যে একটি আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা। রায়হান রাফী পরিচালিত পরাণ সিনেমাটি হিট হওয়ার পর এই জুটির নতুন সিনেমা দামাল মুক্তি পায় সম্প্রতি।

দামাল এখনো দেশের বিভিন্ন সিনেমা হলে চলছে। পরপর ২টি সিনেমা সাড়া পাবার পর মিম ও রাজ জুটিকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের অফার আসতে থাকে একটার পর একটা। সেই সঙ্গে রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ সিনেমায় মিম চুক্তিবদ্ধ হয়েছিলেন। বিপরীতে রাজের অভিনয় করার কথা ছিল। কিন্তু রাজের সঙ্গে সিনেমা করছেন না মিম।

মিম বলেন, রাজের সঙ্গে সিনেমা করছি না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। অদূর ভবিষ্যতে কী হবে জানি না। কিন্তু এখনকার সিদ্ধান্ত সিনেমা করব না।

মিম আরও বলেন, দেখুন, একটি সিনেমা কিংবা নাটক করতে গেলে রোমান্টিক দৃশ্য থাকতেই পারে। যেখানে হাত ধরা নিয়েই প্রশ্ন তোলা হয়, সেখানে রোমান্টিক দৃশ্যে কীভাবে অভিনয় করব?’

মিম এক প্রশ্নের জবাবে বলেন, ‘পথে হলো দেখা ছাড়াও আরও একাধিক সিনেমা নিয়ে কথা হচ্ছিল। যেখানে আমরা দুজন জুটি হিসেবে অভিনয় করতাম। কিন্তু এখন তা হচ্ছে না।

নিজের ক্যারিয়ার নিয়ে মিম বলেন, ‘সবার ভালোবাসায় আমি ক্যারিয়ারের সুন্দর সময় পার করছি। সবার প্রতি সম্মান করেই বলছি, শোবিজ আমাকে অনেক দিয়েছে। আমি সুন্দরভাবে কাজ করতে চাই।’

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ