বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রাবি’র সঙ্গে অগ্রণী ব্যাংকের ১০০ কোটি টাকার ঋণ চুক্তি

প্রকাশঃ

অদ্য ১৮.০৫.২০২২ ইং তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখার মধ্যে হোলসেল হাউজ বিল্ডিং লোন এর আওতায় ইতিপূর্বে বিতরনকৃত ৪০০ কোটি টাকার অতিরিক্ত ৫ম পর্যায়ের ১০০ কোটি টাকা হোলসেল হাউজ বিল্ডিং ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর (অবঃ) মো. অবায়দুর রহমান প্রামানিক এবং অগ্রণী ব্যাংক লিমিটিড, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখার পক্ষে সহকারী মহাব্যস্থাপক ও শাখা প্রধান জনাব মোঃ বজলুর রশীদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তি স্বাক্ষরের ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুকূলে হোলসেল হাউজ বিল্ডিং খাতে শাখার সর্বমোট ঋণের পরিমান ৫০০ কোটি টাকা হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার এবং র্ভাচুয়ালী যুক্ত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্যদ্বয় প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া এবং প্রফেসর মো. সুলতান-উল- ইসলাম পিএইচ.ডি, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এম. হুমায়ুন কবীর, প্রধান জনসংযোগ কর্মকর্তা প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ডে। এছাড়াও অগ্রণী ব্যাংক লিমিটিড এর উপব্যবস্থাপনা পরিচালক-৩ জনাব মোঃ মনিরুল ইসলাম এবং মহাব্যবস্থাপক, ক্রেডিট জনাব ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে র্ভাচুয়ালী সংযুক্ত ছিলেন।

অগ্রণী ব্যাংক লিমিটেড এর পক্ষে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়, রাজশাহী এর উপ-মহাব্যবস্থাপক জনাব এস, এম, মোস্তফা-ই-কাদের, মহাব্যবস্থাপকের সচিবালয়, রাজশাহী সার্কেল এর সহকারী মহাব্যস্থাপকদ্বয় জনাব মোঃ লোকমান হাকিম ও জনাব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক লিমিটেড, মহাব্যবস্থাপকের সচিবালয়, রাজশাহী সার্কেল এর সম্মানিত মহাব্যবস্থাপক জনাব শামিম উদ্দিন আহমেদ। এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে অগ্রণী ব্যাংক লিমিটেড এর বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে অনুষ্ঠানে উপস্থিত সবাই আশাবাদ ব্যাক্ত করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ