সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রিহ্যাব এ মোঃ ওয়াহিদুজ্জামান-লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশঃ

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আজ দায়িত্ব গ্রহণ করেছে। রাজধানীর একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক দায়িত্বপ্রাপ্ত রিহ্যাব এর প্রশাসক জান্নাতুল ফেরদৌস এর নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন। নতুন প্রেসিডেন্ট হিসেবে মোঃ ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন এম. এ. আউয়াল, ভাইস প্রেসিডেন্ট-২ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-৩ ইঞ্জি. আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেনসহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিটি আগামী ২ বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।

গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রিহ্যাব সদস্যদের সরাসরি ভোটে ২৯ জন পরিচালক নির্বাচিত হন। ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রিহ্যাব কার্যালয়ে অফিস বেয়ারার ভোট সম্পন্ন হয়। পরবর্তী কার্যক্রম শেষ করে ৭ মার্চ, ২০২৪ তারিখ নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। আজ নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেন। ফলাফল এবং ছবি সংযুক্ত।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রিহ্যাব নেতৃবৃন্দ একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রশাসক এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ দেন। একই সাথে রিহ্যাব এর সদস্যদের জন্য নানা ধরনের সমস্যা সংকট দুর করার জন্য পরিকল্পিতভাবে কাজ করার কথা বলেন। প্রয়োজনে ১০০ দিনের বিশেষ কর্মসূচি দেওয়ার কথা বলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ