শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শতাধিক ফ্লাইট বাতিল করলো হংকং

প্রকাশঃ

আজ সোমবার (৫ জুলাই) সকালে হংকংয়ে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিক্ষোভকারীরা নগরীজুড়ে ধর্মঘটের ডাক দেয়ার পর এসব ফ্লাইট বাতিল করা হলো। এদিকে সম্ভাব্য হয়রানির ব্যাপারে যাত্রীদের সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।

খবরে বলা হয়, সোমবার সকালে বিমানবন্দর ছেড়ে যাওয়ার তালিকায় থাকা কমপক্ষে ১০৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যোগাযোগ করা হলে বিমানবন্দরের এক মুখপাত্র এসব ফ্লাইট বাতিলের ব্যাপারে কোনো কারণ জানাতে পারেননি।

বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদেরকে তাদের ফ্লাইটের ব্যাপারে সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।’

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ