কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেবল (সি-মি-উই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজ করবে কনসোর্টিয়াম।
সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণের জন্য আগামী ২ মার্চ দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের একাংশ ধীরগতির সমস্যায় পড়তে পারেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
সেখানে বলা হয়, কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেবল (সি-মি-উই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজ করবে কনসোর্টিয়াম। এ কাজের জন্য ২ মার্চ শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ সাবমেরিন কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ থাকবে।
“ফলে বিএসসিপিএলসির ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।”
তবে কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সি-মি-উই-৫) মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।