বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শনিবার পর্যন্ত জাতীয় এসএমই পণ্যমেলা চলবে

প্রকাশঃ

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ‘সপ্তম জাতীয় এসএমই পণ্যমেলার সময় ১ দিন বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী মেলাটি আগামী ২৩ মার্চ (শনিবার) পর্যন্ত চলবে।

১৬ মার্চ মেলাটি উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প সচিব মোঃ আবদুল হালিমসহ আরও অনেকেই।

জানা গেছে, এ বছর সারা দেশ থেকে ২৮০টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই মেলায় অংশ নিচ্ছে। উদ্যোক্তাদের মধ্যে ১৮৮ জন নারী ও ৯২ জন পুরুষ রয়েছে। মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশি পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

মেলাটি ২২ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও মেলায় আগত ক্রেতা-বিক্রেতাদের ও দর্শনার্থীদের চাহিদা এবং এসএমই সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এসএমই ফাউন্ডেশন আগামী শনিবার (২৩ মার্চ) পর্যন্ত মেলার সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলাটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

Recenty Updated 300-320 Questions And Answers For CCDP

Although I told the woman to me in advance, he explained that he is a kind and reliable man. She is CCDP 300-320 very 300-320 Questions And Answers good to me. Designing Cisco Network Service Architectures Yes, I have been with me for three years and have lived for three years. He no longer feels Cisco 300-320 Questions And Answers fear, but a strange sense of solidity. Fifth day of the fifth day I am looking for my father, here, in the crowd of bones. Cisco 300-320 Questions And Answers I persuaded her, and I was terrified in my heart, trying not to show it. There are too many people who hate me, I don t 300-320 Questions And Answers want them to know where I live.

Do marriage for a while, he Yang carpenter seems like nothing, no hurry no annoyance, not bored. The timetable for Cisco 300-320 Questions And Answers destroying the Earth would be postponed A hundred million years. Rui Juan no longer speak, that acquiescence.Ruiqin crying, 300-320 Questions And Answers he can not resist life, I do not care, he put a little money at home and valuable things, all swept away, I Cisco 300-320 Questions And Answers want to find him credited. They are lying Designing Cisco Network Service Architectures on the bed no longer silent, mahjong pavilion this kind of thing is not the Cisco 300-320 Questions And Answers 300-320 Questions And Answers first time, they have also experienced several times, the psychological capacity continues to be improved and strengthened. His heart whirring, and this has never met the mayor has been posted very close, pour out the feelings between buddies, magnanimous, sunny transparent, not unfamiliar, informal, undefended, close contact , One hundred percent trust, just like CCDP 300-320 the past heard Yang Zhigang shout to drink Li Jiacheng did not expect 100 million, this meeting, indeed a little relationship with Yang Zhigang.

Yesterday, Cheng Gang had faxed the divorce agreement to New York. The police asked some details CCDP 300-320 and took a few recent photos of the Cisco 300-320 Questions And Answers front side of the nephew. Although I am familiar with you, but you have to talk nonsense, I will still tell you. The leaves were so pleasantly Cisco 300-320 Questions And Answers surprised Cisco 300-320 Questions And Answers that 300-320 Questions And Answers he finally succeeded the young entrepreneur realized Cisco 300-320 Questions And Answers his dream. Designing Cisco Network Service Architectures Squid, fried bacon with peas, fried bean sprouts, and chicken corn Cisco 300-320 Questions And Answers glutinous rice dumplings, which are delicious dishes that she has never eaten.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ