জুলাই ৩০, ২০১৯ তারিখে শরিয়তপুরের নড়িয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের নড়িয়া ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত ব্যাংকিং বুথের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জনাব এস. এম. নজরুল ইসলাম, নড়িয়া শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ছামাদুজ্জামান, ফরিদপুর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ লতিফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
শরিয়তপুরের নড়িয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নড়িয়া ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন
প্রকাশঃ