শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শরীয়তপুরের ডামুড্যায় কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি অনুদান

প্রকাশঃ

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড শরীয়তপুরের ডামুড্যায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে। এ উপলক্ষ্যে ব্যাংকের ডামুড্যা শাখায় আজ ২১ আগস্ট সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। অনুষ্ঠানের প্রধান অতিথি নাহিম রাজ্জাক এমপি, ডামুড্যা উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকদের মাঝে ৫টি পাওয়ার টিলার বিতরণ করেন। কৃষকদের পক্ষে পূর্ব ডামুড্যা ইউনিয়নের গ্রুপ লিডার মোঃ কামাল বেপারী, শিধুলকুড়া ইউনিয়নের গ্রুপ লিডার মোঃ আবু তাহের মাতবর, ধানকাঠি ইউনিয়নের গ্রুপ লিডার মোঃ আব্দুল আলী, ইসলামপুর ইউনিয়নের গ্রুপ লিডার আবুল কালাম, দারুল আমান ইউনিয়নের গ্রুপ লিডার আবুল বাশার মাতবর পাওয়ার টিলার গ্রহণ করেন। এসময় ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা সৈয়াল, মার্কেন্টাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, মার্কেন্টাইল ব্যাংক শরীয়তপুর শাখা প্রধান ও এভিপি মনিরুজ্জামান খান, ডামুড্যা শাখা প্রধান মনজুর আহমেদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ