বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গবেষণায় দেখা গেছে শারীরিকভাবে কম সক্রিয় ব্যক্তিদের কোভিডে মৃত্যুঝুঁকি বেশি

প্রকাশঃ

কমপক্ষে দুই বছর ধরে যেসব রোগী শারীরিকভাবে নিষ্ক্রিয় অবস্থায় আছেন, তাঁদের কোভিডে মৃত্যুঝুঁকি বেশি। এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, শারীরিকভাবে নিষ্ক্রিয় অবস্থায় ছিলেন বা শারীরিক ব্যায়াম একেবারেই করতেন না—এমন কোভিড রোগীদের হাসপাতাল, নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া বা মৃত্যুর আশঙ্কা বেশি থাকে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে গতকাল মঙ্গলবার এ গবেষণা প্রকাশিত হয়। প্রায় ৫০ হাজার মানুষের ওপর এ গবেষণা চালানো হয়েছে। তাতে বলা হয়েছে, কোভিডে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে শারীরিকভাবে নিষ্ক্রিয়তা অন্যতম। গবেষণায় অংশ নেওয়া রোগীদের গড় বয়স হলো ৪৭ বছর। প্রতি পাঁচজনের তিনজন ছিলেন নারী।

সংশ্লিষ্ট গবেষকেরা বলছেন, ধূমপান, স্থূলতা ও দুশ্চিন্তাও কোভিডের স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে। তবে শারীরিক নিষ্ক্রিয়তা এগুলোর তুলনায় বেশি গুরুতর। গবেষণাপত্রে লেখা হয়েছে, ‘শারীরিক নিষ্ক্রিয়তা অত্যন্ত গুরুতর স্বাস্থ্যঝুঁকি।’
এর আগে করোনার স্বাস্থ্যঝুঁকির মধ্যে বেশি বয়স, ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্রোগের বিষয়গুলো আলোচিত ছিল। তবে এখন পর্যন্ত শুয়ে বসে থাকার অভ্যাসটি এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। এবার আনুষ্ঠানিকভাবে গবেষণায় বিষয়টি উঠে এল।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ