মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহ আমানতে ৮টি সোনার বারসহ যাত্রী আটক

প্রকাশঃ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮টি সোনার বারসহ আরব আমিরাত থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মোহাম্মদ মোরশেদ। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।

গতকাল সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে মোরশেদ চট্টগ্রাম বিমানবন্দর আসেন।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোরশেদকে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে বিমানবন্দরের আর্চওয়ে দিয়ে হাঁটালে সোনার বার থাকার বিষয়টি নিশ্চিত হই। মোরশেদ মলদ্বারে লুকিয়ে সোনার বারগুলো পাচার করছিলেন। পরে অস্ত্রোপচারের ভয় দেখালে সে মলদ্বার থেকে সোনার বারগুলো বের করে দেন।

তিনি আরও বলেন, ৮টি সোনার বারের ওজন ৯৩৩ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। এ ঘটনায় মোরশেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ