আজ বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরের দিকে যাচ্ছিল। এতে আরোহী ছিলেন ৬০ জন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচ তৌহিদ উল আহসান জানান, ড্যাস ৮ বিমানটি ৬০ জন যাত্রী নিয়ে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায়। হাইড্রোলিক প্রেসারে সমস্যা হওয়া পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
তিনি জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটি নিরাপদে অবতরণের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। বেলা ১১টা ২৫ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। সব আরোহী নিরাপদে বেরিয়ে এসেছেন। তাঁরা সবাই সুস্থ আছেন।
বিমান সূত্রে জানা গেছে, ৬০ আরোহীর মধ্যে ৫১ জন যাত্রী ছিলেন। জনসংযোগ শাখার ব্যবস্থাপক তাসমিন আক্তার জানান, ৫১ জন যাত্রীকে আরেকটি ড্যাশ ৮ উড়োজাহাজে করে সৈয়দপুর পাঠানো হবে। আজ বেলা সাড়ে ১২টার দিকে এটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।