সোমবার, ৭ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালাল বিমানবন্দরে ৬০টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৬০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মারুফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাস্টমস কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আগত এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকায় আসা মোহাব্বত আলী নামে এক যাত্রীকে সন্দেহ হলে বোর্ডিং ব্রিজে নিয়ে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ৬০টি স্বর্ণবার পাওয়া যায়। এগুলোর মোট ওজন ৬.৯০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় কাস্টমস।

কাস্টমস জানায়, সপ্তাহখানেক আগে দুবাই গিয়েছিলেন মোহাব্বত আলী। উদ্ধার স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্ততি চলছে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ