সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালালে ১৪টি স্বর্ণের বারসহ বিমানকর্মী আটক

প্রকাশঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪টি স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছেন বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে তাকে স্বর্ণসহ বিমানবন্দরে আট নম্বর হ্যাঙ্গার গেট থেকে আটক করা হয়। আটক পরিচ্ছন্নতা কর্মীর নাম মুসা মিয়া বলে জানা গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর পৌনে ৬ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপার মুসা মিয়া কালো স্কচ টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৪টি স্বর্ণের বার নিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। তাকে এভসেকের আনসার সদস্য শহীদ চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে তল্লাশি করে তার কাছে স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৫০ গ্রাম এবং যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা।

আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক মূসা মিয়াকে স্বর্ণের বারসহ কাস্টমসের কাছে হস্তান্তর হয়েছে বলেও জানান গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ