শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালালে ৩০টি স্বর্ণের বারসহ দুই জাপানিজ আটক

প্রকাশঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি স্বর্ণের বারসহ দুই জাপানি নাগরিককে আটক করেছে কাস্টম গোয়েন্দা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে টাকিও মিমুরা এবং শুইচি সাতোক নামের ওই দুই জাপানি নাগরিককে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক পায়েল পাশা জানান, ওই দুই জাপানি নাগরিক এয়ার এশিয়া ফ্লাইটের একে-৭১ এ রাত ১২টার দিকে শাহজালালে অবতরণ করেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের শুল্ক গোয়েন্দা চালেঞ্জ করে। এ সময় তারা স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। এর পর কাস্টম হাউসের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় কোমরের ভেতরে বিশেষভাবে স্কচটেপে লুকানো এক কেজি ওজনের ১০টি ও ১০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার (১২ কেজি) পাওয়া যায়; উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ