সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড -এর দিনব্যাপী কর্মশালার আয়োজন

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পেমেন্ট এন্ড সেটেলমেন্ট ডিপার্টমেন্টের (পিএসডি) উদ্যোগে যশোর শাখার সার্বিক সহযোগিতায় সম্প্রতি জেলার স্থানীয় একটি হোটেলে “আরটিজিএস সিস্টেমে ই-পেমেন্ট এর মাধ্যমে শুল্ক-করাদি, ফি, চার্জ পরিশোধ”-এর উপর দিনব্যাপী এক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার জনাব এম. আখতার হোসেন উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় ব্যাংকের ইভিপি ও ব্যাংকিং অপারেশন্স ডিভিশনের প্রধান জনাব মোঃ নকীবুল ইসলাম সভাপতিত্ব করেন। তাছাড়া উক্ত কর্মশালায় বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্টের যুগ্মপরিচালক জনাব মোঃ শাহিনুজ্জামান প্রশিক্ষণ প্রদান করেন এবং ব্যাংকের পেমেন্ট এন্ড সেটেলমেন্ট ডিপার্টমেন্টের এসভিপি ও ইন-চার্জ জনাব মোঃ আব্দুল কুদ্দুস সঞ্চালকের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর খুলনা অঞ্চলের বিভিন্ন শাখা থেকে আগত ১৬ জন কর্মকর্তা ও ৪ জন গ্রাহক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ