বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও যশোদা হাসপাতাল (হায়দ্রাবাদ, ভারত) এর মধ্যে চিকিৎসা সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর কার্ড হোল্ডারগণ যশোদা হাসপাতাল (হায়দ্রাবাদ, ভারত) থেকে সকল প্রকার চিকিৎসা সেবা গ্রহণে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা প্রাপ্তির জন্য ০১ নভেম্বর ২০২২ইং তারিখে রাজধানীর গুলশান এভিনিউতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও যশোদা হাসপাতাল (হায়দ্রাবাদ, ভারত) এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে কার্ড ডিভিশনের প্রধান জনাব মোঃ মারুফুর রহমান খান এবং যশোদা হাসপাতাল (হায়দ্রাবাদ, ভারত) এর কান্ট্রি হেড অব অপারেশনস অ্যান্ড সিইও (বাংলাদেশ) জনাব কেশব গুপ্তা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব আব্দুল আজিজ, জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও জনাব এম. আখতার হোসেন, ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আশফাকুল হক, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু), ব্যাংকের সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ, যশোদা হাসপাতাল (হায়দ্রাবাদ, ভারত) এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার জনাব মোঃ শাহিনুর রহমান-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ