শনিবার, ৪ঠা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর উদ্যোগে চুয়াডাঙ্গা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ১৪ জুলাই ২০২৪ইং তারিখে ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা, কুষ্টিয়া শাখা, মেহেরপুর শাখা এবং মহেশপুর শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন। একই দিনে চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা’র সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক জনাব কামরুজ্জামান, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক রহিমা খাতুন, সহকারী শিক্ষক জনাব আসিফ ইকবাল ও মেহেদী হাসান-সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ