সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি-লঞ্চ চলাচল শুরু

প্রকাশঃ

বৈরী আবহাওয়া ও কালবৈশাখী ঝড়ের কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুটে আড়াই ঘণ্টা ফেরি-লঞ্চ চলাচল বন্ধ থাকার পর পূণরায় চলাচল শুরু হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) সূত্রে জানা গেছে। পারাপারের জন্য ঘাটে আটকে থাকা গাড়ি নিয়ে চলাচল শুরু করে কয়েকটি ফেরি।

মাওয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে করে ঘাটে কয়েকশ গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আবার ফেরি ও লঞ্চ চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এতে আটকে থাকা গাড়ি পারাপার শুরু হওয়ায় ভোগান্তি কমেছে যাত্রীদের।

পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির মালিক রিয়েল বলেন, আমরা ঘাটে এসেছি সকাল সাড়ে ছয়টায়। ঘাটে আসার কিছুক্ষণ পরই কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় আমরা তখন পার হতে পারিনি। আড়াই ঘণ্টা পর আবার ফেরি চলাচল শুরু করেছে আমরা ফেরিতে উঠতে পেরেছি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ