সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শিশুর ওজন বেড়ে গেলে যা করতে হবে

প্রকাশঃ

করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকায় ঘরে বসে অনেক শিশুর ওজন বেড়ে মুটিয়ে যাচ্ছে। এছাড়া মাঠে খেলাধুলা না করা, ঘরে বসে মুখরোচক খাবার খাওয়ায় ইত্যাদি কারনে শিশুরা এখন অতিরিক্ত ওজনে ভুগছে। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়ছেন অভিভাবকেরা। শিশুর অস্বাভাবিক ওজন বৃদ্ধির হাত থেকে রক্ষা করা এবং শিশুর সুস্বাস্থ্য বিবেচনায় তার ডায়েটের দিকে নজর দিতে হবে।

শিশুদের ওজন কমাতে যা করবেন:

> শিশুকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। পরিমিত খাবার এবং খাবারের পরিবর্তন আনুন। খাবার সুন্দর করে সাজিয়ে শিশুর সামনে পরিবেশন করুন।

> শিশুর স্বাস্থ্য ভালো রাখতে তাকে পর্যাপ্ত ফল ও সবজি খাওয়াতে হবে। শিশু যে ফল খেতে পছন্দ করে সেটি খাওয়ান। ফল খেতে না চাইলে ফলের রস করে দেন। তবে রসে চিনি ও পানি মেশাবেন না।

আরও পড়ুন : শিশুর স্থলতা বাড়লে নিয়ন্ত্রয় করবেন যেভাবে

> শিশুদের ওজন কমাতে ফাস্টফুড, জাংঙ্কফুড খাওয়ানো বন্ধ করুন। শিশুর স্বাস্থ্য ভালো রাখতে প্রয়োজনে তার প্রতি কড়া হতে হবে। সে খেতে বায়না করলেও দেওয়া যাবে না।

> শিশুদের পানি খাওয়ার প্রতি অনীহা জন্মায়। এ কারণে বেশিরভাগ শিশুই পানিশূন্যতায় ভোগে। তাই অভিভাবকের উচিত প্রতি ঘণ্টায় শিশুকে পরিমাণমতো পানি খাওয়ানো। পরিমাণমতো পানি খেলে শিশুর ওজন কমবে আবার শরীরে অক্সিজেনের ঘাটতিও মিটবে।

> সুস্বাস্থ্য বজায় রাখতে ব্যায়াম করার বিকল্প নেই। আপনি যখন ব্যায়াম করবেন শিশুকেও সঙ্গে নিন। প্রয়োজনে দড়ি লাফ, সিঁড়ি দিয়ে ওঠা-নামা ইত্যাদি করাতে পারেন। সকাল-বিকেল শিশুকে সঙ্গে নিয়ে হাঁটতেও পারেন।

আরও পড়ুন : যেসব খাবারে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

> আপনার শিশু ঠিকমতো ঘুমাচ্ছে তো? কম ঘুম শিশুদের ওজন বাড়িয়ে দেয়। দৈনিক অন্তত ৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করান শিশুকে। কম ঘুমের ফলে শিশুর মেজাজ খিটখিটে হয়ে যায়। একই সঙ্গে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে। দীর্ঘদিন এভাবে চললে শিশু শারীরিকভাবে নিস্তেজ হয়ে পড়তে পারে।

> শিশুর বসে থাকার সময় কমিয়ে আনুন। পড়ালেখা বাদে শিশুর ভিডিও গেম খেলা, বসে স্মর্টফোনে চোখ রাখা বা টিভি দেখার সময় কমিয়ে আনুন। শিশু যেন একটানা প্রতিদিন ২ ঘণ্টার বেশি সময় বসে না থাকে সেদিকে খেয়াল রাখুন। এসব নিয়ম মানলে শিশুদের ওজন অনেকটাই কমে আসবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ