সোনালী ব্যাংক এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ এর মৃত্যুর সোনালী ব্যাংক পরিবার গভীরভাবে শোকাবিভূত। খোন্দকার ইব্রাহীম খালেদ সোনালী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ১৮.০২.১৯৯৭ হতে ০৩.১১.১৯৯৭ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত থাকা অবস্থায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে মনোনীত হন। খোন্দকার ইব্রাহীম খালেদ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একজন উজ্জল নক্ষত্র ছিলেন। ব্যাংকিং সেক্টরের বিভিন্ন ক্রান্তিলগ্নে তিনি নির্ভিক চিত্তে তাঁর মতামত, পরামর্শ প্রদান করতেন। প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন এবং সততার বিরল দৃষ্টান্ত স্থাপনকারী প্রথিতযশা এই ব্যাংকার ব্যক্তিত্বের মৃত্যুতে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো যা সহজে পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে সোনালী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সর্ব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।মহান আল্লাহপাক শোকাহত পরিবারের সদস্যদেরকে এই শোক সইবার শক্তি দান করুক এবং তাঁকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে আসীন করুন এই প্রার্থনাও করা হয়।