সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এখন থেকে সঞ্চয়পত্র কেনা ও মুনাফা তোলা যাবে প্রতিদিন

প্রকাশঃ

সাধারণ ছুটি চলাকালীন সময়েও প্রতিদিন সঞ্চয়পত্র কেনা ও মুনাফা তোলা যাবে। পাশাপাশি মুনাফা পুনঃবিনিয়োগও করতে পারবে গ্রাহকরা। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটি শুরুর পর থেকেই নতুন করে কেউ আর সঞ্চয়পত্র কিনতে পারতেন না। পরে গেল সপ্তাহে দু’দিন বুধ ও বৃহস্পতিবার লেনদেন করার সুযোগ পান গ্রাহকরা। তবে বেশ কিছু দিন সঞ্চয়পত্রের কার্যক্রম বন্ধ থাকায় অনেক গ্রাহক মুনাফার টাকা উত্তোলন করতে পারেননি। একই সঙ্গে নতুন করে সঞ্চয়পত্র কেনা ও পুনঃবিনিয়োগেরও সুযোগ হয়নি। তাই গ্রাহকের কথা চিন্তা করে ছুটির মধ্যে সঞ্চয়পত্রের কার্যক্রম প্রতিদিন করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, করোনার বিস্তার রোধে সাধারণ ছুটিতে বিভিন্ন ব্যাংকিং লেনদেন কার্যক্রমের পাশাপাশি ব্যাংকের সংশ্লিষ্ট গ্রাহকের বিভিন্ন জাতীয় সঞ্চয় সার্টিফিকেট মেয়াদপূর্তিতে নগদায়ন এবং কুপনের অর্থ পরিশোধের কার্যক্রম চালু রয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ