শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং

প্রকাশঃ

অনিয়ম অভিযোগের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে পিপলস লিজিং।  কোম্পানিটি বন্ধ করে দেওয়ার খবরে ব্যাপক দর পতন হয়েছে শেয়ারের। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ২৫ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩০ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ লাখ ৭ হাজার টাকা।

উল্লেখ, গত মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং বন্ধ করে দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। খবর অনুসারে, বাংলাদেশ ব্যাংক বিপুল পরিমাণ খেলাপি ঋণ ও আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থতার কারণে পিপলস লিজিংকে বিলুপ্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই খবরে বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার প্রভাব আর্থিক এই খাতের শেয়ারে বিক্রির চাপ বেড়ে যায়। তাতে কমে যায় শেয়ারের দাম।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ