রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সপ্তাহের শুরুতে ডিএসইতে লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার

প্রকাশঃ

গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এদিন কোম্পানিটির ৪ লাখ ২৩ হাজার ৩৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩৮ লাখ ৩৩ হাজার ৬০২টি শেয়ার লেনদেন করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফরচ্যুন সুজ লিমিটেড। যার বাজার মূল্য ১৪ কোটি ৮৬ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে এম.এল. ডাইং। কোম্পানিটির ৩৩ লাখ ৬৭ হাজার ৭৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার টাকা।

ঢাকা ইন্স্যুরেন্স তালিকার চতুর্থ স্থানে রয়েছে। কোম্পানিটির ২৬ লাখ ৬৮ হাজার ২০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১ কোটি ১৩ লাখ ৭২ হাজার টাকা।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির ৪ লাখ ১৭ হাজার ২৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১ কোটি ১২ লাখ ২ হাজার টাকা।

এছাড়াও এদিন লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিকস, সিনোবাংলা, ফেডারেল ইন্স্যুরেন্স, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, রানার অটোমোবাইলস, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীন ফোন, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রূপালী ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ