গত ২৩ শে জুন, ২০১৯ ইং রোজ রবিবার, সকাল ১১.০০ ঘটিকায় অফসর্িাস ক্লাব, ২৬ বইেলি রোড, রমনা, ঢাকায় সাউথইস্ট ব্যাংক লি: এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফসিএ, সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থতি ছলিনে ব্যাংকের সম্মানতি ভাইস চেয়ারপারসন জনাবা দুলুমা আহমেদ ও র্পষদরে পরিচালকবৃন্দ জনাব এম. এ. কাশেম, জনাব আজিম উদ্দিন আহমেদ, জনাবা জোসনা আরা কাশেম এবং স্বতন্ত্র পরচিালকদ্বয় জনাব সৈয়দ সাজেদুল করিম, ড. কাজী মেজবাহউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব এম.কামাল হোসেন। ব্যাংকরে সম্মানতি উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ এ সভায় অংশ গ্রহন করেন ।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম.কামাল হোসেন উপস্থিত শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং ২০১৮ সালে ব্যাংকের পরিচালন ফলাফল এর উপর আলোকপাত করনে এবং ব্যাংক র্কতৃক গৃহীত ভবিষ্যত পরিকল্পনা এবং কৌশলসমূহ উপস্থাপন করনে যা ব্যাংকরে পরচিালনগত দক্ষতা ও সম্পদরে গুনগত মান বৃদ্ধিতে সহায়তা প্রদান করবে ।
সভায় ব্যাংকের পরিচালন ফলাফল, ভাল পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের উপর প্রানবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০১৮ সালে ৯,৭৮২ মিলিয়ন টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১শে ডিসেম্বর, ২০১৮ তারিখে ব্যাংকের আমানতের পরিমান ২,৯৮,৩৩৪ মিলিয়ন টাকা, মোট সম্পদের পরিমান ৩,৮১,৫৭৫ মিলিয়ন টাকা, শেয়ার প্রতি আয় ২.৩৫ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৬.৬৬ টাকা (সম্মিলিত) এবং শেয়ার প্রতি নীট পরিচালন নগদ প্রবাহ ছিল ৩.৩৭ টাকা (সম্মিলিত)। ২০১৮ সনে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ৬.৭২ গুন। ৩১শে ডিসেম্বর, ২০১৮ ইং তারিখে ব্যাংকের মূলধন ও রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৩৮,৮৬০ মিলিয়ন টাকায়। ৩১শে ডিসেম্বর ২০১৮ তারিখে ব্যাংকরে মূলধন পর্যাপ্ততা ও ঝুঁকি ভত্তিকি সম্পদের অনুপাত ১২.৩৮% বদ্যিমান ছলি, যা বাংলাদেশ ব্যাংক র্কতৃক নির্ধারিত ১১.৮৭৫% অনুপাতরে বশেী।
২৪তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগনের সর্বসম্মত ভোটে শেয়ারহোল্ডারদের মধ্যে ১০% স্টক লভ্যাংশ বণ্টন ও ২০১৮ সালে সমাপ্ত হসিাব বছররে নরিীক্ষতি আর্থিক প্রতবিদেনসমূহ অনুমোদিত হয়।
ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফসিএ, তাঁর ভাষণে ব্যাংকের প্রবৃদ্ধি অর্জনে সর্বাতœক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণের উচ্ছ্বসিত প্রশংসা করেন। ব্যাংকের ভাবর্মূতি অক্ষুণ্ণ রখেে তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফাবৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের উত্থাপিত সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি প্রদান করেন।
বেশ কিছু সংখ্যক শেয়ারহোল্ডার সভায় বক্তব্য রাখেন। তারা চমৎকার পরিচালন ফলাফল, স্থতিশিীল লভ্যাংশ ঘোষনা এবং তথ্য-সমৃদ্ধ, সমন্বতি এবং আর্কষণীয় বার্ষিক প্রতিবেদন-২০১৮ প্রকাশের জন্য ব্যাংকের পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।