শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ০২ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ব্যাংকের পক্ষ থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক-ই-আজম, বীরপ্রতিক এর নিকট শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব অঞ্জন চন্দ্র পাল এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এফএভিপি জনাব মোঃ সানাউর রশিদ (সাগর) উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ১ কোটি ৫০ লক্ষ টাকা অনুদান
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ