সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সারাবিশ্বে এবার হাজীর সংখ্যা বেড়েছে ১ লাখের উপরে

প্রকাশঃ

সৌদি আরবে পবিত্র হজ পালনকারী ধর্মপ্রাণ হাজীর সংখ্যা গত বছরের চেয়ে এবার বৃদ্ধি পেয়েছে। গত বছর হজ পালনকারীর সংখ্যা ছিল ২৩ লাখ ৭১ হাজার ৭৩১ জন। চলতি বছর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬ জন, যা গত বছরের তুলনায় ১ লাখ ১৭ হাজার ৭৩১ জন বেশি।

সোমবার (২৬ আগস্ট) সৌদি জেনারেল কর্তৃপক্ষের পরিসংখ্যান অধিদফতর থেকে প্রাপ্ত এ তথ্য জানানো হয়েছে। তথ্যে আরও জানানো হয়, চলতি বছর অর্থাৎ ১৪৪০ হিজরিতে সৌদি আরবে আন্তর্জাতিক হজযাত্রীদের বেশিরভাগ আসেন যথাক্রমে ৯৩ শতাংশ বিমানযোগে, ৫.২ ভাগ স্থলপথ এবং বাকিরা আসেন সমুদ্র পথে।

এ বছরের হজ মৌসুমের চূড়ান্ত গণনা এবং বিস্তারিত সংখ্যা ঘোষণা করা হয়েছিল ১০ আগস্ট শনিবার আরাফাতের দিন শেষে, যা ছিল হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।

উল্লেখ্য, চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যান। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ