রবিবার, ১২ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সিটি ব্যাংক ও ক্লাসটিউন-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

সিটি ব্যাংক ও দেশের শীর্ষস্থানীয় স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ‘ক্লাসটিউন’ এর মধ্যে দেশের স্বনামধন্য স্কুল এবং কলেজসমূহের জন্য ডিজিটাল পেমেন্ট কালেকশন প্ল্যাটফর্ম বাস্তবায়ন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে শিক্ষার্থী বা তাদের অভিভাবকেরা অনলাইনের মাধ্যমে টিউশন ফিস পরিশোধ করতে পারবেন। এছাড়া ফিস গ্রহণ সংক্রান্ত জটিলতা থেকেও মুক্তি পাবে সংশ্লিষ্ট স্কুলগুলো। গত ৩ মার্চ (মঙ্গলবার) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি ব্যাংকের হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মোঃ জাফরুল হাসান এবং ক্লাসটিউনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের হেড অব কার্ড আরিফুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ