রবিবার, ১২ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

প্রকাশঃ

ঢাকা, মার্চ ২, ২০২০: সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলায় আজ (মার্চ ২, ২০২০) ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই কর্নারটি স্থাপন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ‘বঙ্গবন্ধু কর্নার’টি উদ্বোধন করেন।

‘বঙ্গবন্ধু কর্নারে’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন, কর্ম ও আদর্শের ওপর বই, ছবি, ডকুমেন্ট ও ভিডিওর সংগ্রহশালা তৈরি করা হয়েছে। এখান থেকে গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর কর্ম ও জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। প্রধান কার্যালয় ছাড়াও সিটি ব্যাংক চট্টগ্রামের ও. আর. নিজাম রোড শাখা ও খুলনা শাখাতেও ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের পরিচালক সাভেরা এইচ. মাহমুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ আব্দুল ওয়াদুদ, মোঃ মাহবুবুর রহমান, মাহিয়া জুনেদ ও নূরুল্লাহ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ