সোমবার, ১১ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ১১ কেজি স্বর্ণসহ আটক ৪

প্রকাশঃ

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণসহ চারজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে আয়রন ও জুসার মেশিনে করে স্বর্ণগুলো নিয়ে আসেন তারা।

আটকরা হলেন হবিগঞ্জ জেলার ছাতক নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।

আরও পড়ুন : সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মো. আল-আমিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা আয়রন ও জুসার মেশিনের নিচে স্বর্ণ ঢালাই করে খুবই দক্ষতার সঙ্গে সিলেটে নিয়ে আসেন। তাদের চলাফেরা সন্দেহ হলে মালামাল তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৭ কোটি টাকার ওপরে বলে জানান, শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ