রোববার সূচকের বড় পতনের পর আজ সোমবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ডিএসইতে সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টায় ডিএসইতে ৪৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৯৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৩৬ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২০০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।