সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সূচকের পতনে লেনদেন চলছে

প্রকাশঃ

গতকাল সূচকের উত্থানের লেনদেন শেষ হলেও আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা পৌনে ১২টায় ডিএসইতে ১৪০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময় দেখা যায়, ডিএসইতে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির।

ডিএসই প্রধান সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪১৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫০৭ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে ৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৫৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪২৬ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ে সিএসইতে ১৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ