বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টানা ৬ কর্মদিবস পর লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯ পয়েন্টে।
ডিএসইতে আজ ৮৩৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৮৪ কোটি ১৮ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিলে এক হাজার ২১ কোটি ৩৪ লাখ টাকা।
ডিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৫০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৮৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।