ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি এই সংস্থাটি। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে তিন মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামী ১ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলবে বলে মঙ্গলবার (২৪ আগস্ট) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সরাসরি ঢাকা থেকে মাস্কাট এবং রবি, বুধ ও শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে মাস্কাট ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
অন্যদিকে, মাস্কাট থেকে প্রতি মঙ্গল, বুধ, শুক্র ও রোববার সরাসরি ঢাকা এবং প্রতি সোম, বৃহস্পতি ও শনিবার মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে থেকে ঢাকা ইউএস-বাংলার ফ্লাইট ফ্লাইট পরিচালনা করবে।
ওমানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সীদের ওমানে পৌঁছানোর অন্তত ১৪ দিন আগে করোনার দুটি ডোজ টিকা নেওয়া সম্পন্ন করতে হবে। এছাড়া, ১০ বছরের বেশি বয়সী যাত্রীদের ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।